সাজেকে সেনাক্যাম্প স্থাপনের নামে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে নান্যাচরে বিক্ষোভ সমাবেশ
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮নং পাড়া (খুলোমনি কার্বারী পাড়া) এলাকায় নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের নামে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে নান্যাচরে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর উপজেলা শাখা।
“নিরাপত্তার নামে পাহাড়ি উচ্ছেদ বন্ধ কর” শ্লোগানে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) সকাল ১০টায় অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উপজেলা শাখার সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিশন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন নান্যাচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পুজারি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপন চাকমা।
সমাবেশে পুজারি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের যুগ যুগ ধরে ভোগদখলীয় জায়গা বেদখলের চেষ্টা চলছে। কখনো সেটলার বাঙালি দ্বারা আবার কখনো সেনা- বিজিবি কর্তৃক পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
প্রিয়তন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ এক গভীর সংকটের মধ্যে রয়েছি। বাংলাদেশের শাসকশ্রেণী পাহাড়িদের অস্তিত্ব চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় দমন-পীড়ন ছাড়াও ঠ্যাঙারে বাহিনী সৃষ্টি করে জাতিধ্বংসের চক্রান্তে মেতে উঠেছে। এর থেকে উত্তরণের জন্য আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই।
রিপন চাকমা সাজেকে সেনা ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের উচ্ছেদ করার ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়ে বলেন, এক সময় পাহাড়িরা স্বাধীনভাবে বসবাস করলেও আজ চরম হুমকির মুখে রয়েছে। কথিত নিরাপত্তার নামে ক্যাম্প স্থাপন করে পাহাড়িদের জায়গা দখল করে তাদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সাজেকে পাহাড়িদের জায়গায় নতুন সেনা ক্যাম্প স্থাপনও একই উদ্দেশ্যে করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি অবিলম্বে উক্ত ক্যাম্প স্থাপনের কার্যক্রম বন্ধের দাবি জানান এবং পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নিয়ে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশের সভাপতি সুজন চাকমা সাজেকে সেনা ক্যাম্প স্থাপন করে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জনান। তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার ও সেনাশাসন তুলে নেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন