সাজেকে সেনাবাহিনীর নির্যাতনের শিকার দুই নিরীহ গ্রামবাসী

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অরুণ পাড়ায় সেনাবাহিনী দুই গ্রামবাসীর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- ১. ধনেশ্বর ত্রিপুরা (৩০), পিতা-গণেন্দ্র ত্রিপুরা, গ্রাম- অরুণ পাড়া ও ২. কার্তিক কুমার ত্রিপুরা (৫৫), পিতা- কানরঞ্জন ত্রিপুরা, গ্রাম- অরুণ পাড়া।
গ্রামবাসীরা অভিযোগ করে জানিয়েছেন, আজ (রবিবার) দুপুর ১:০০টার সময় সেনাবাহিনীর একটি দল হঠাৎ অরুণ পাড়া দোকানে উপস্থিত হয় এবং স্থানীয় দোকানদার কার্তিক কুমার ত্রিপুরা ও দোকানে থাকা ধনেশ্বর ত্রিপুরাকে কোন কারণ ছাড়াই মারধর করে।
ভুক্তভোগীরা জানান, সেনারা তাদের বিরুদ্ধে ইউপিডিএফকে সহযোগিতা করার অভিযোগ করে এবং মারধরের সময় জিজ্ঞাসাবাদ করে।
কার্তিক কুমার ত্রিপুরার কাছ থেকে সেনারা ‘দোকানে সরিষার তেল কেন বিক্রি করছে, ইউপিডিএফকে সহযোগিতা করে কিনা’ প্রশ্ন করে বলে তিনি জানান।
নির্যাতনের পর তাদেরকে ছেড়ে দিলেও সেনারা হুমকি দেয় যে, ‘নির্যাতনের ঘটনা কোনোভাবে ইউপিডিএফ জানতে পারলে অথবা কোনোভাবে প্রচার হলে, তাদের আরো কঠিন পরিণতি ভোগ করতে হবে।”
সেনাবাহিনীর নিপীড়নমুলক এমন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে সেনা অভিযান বন্ধ করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর থেকে সাজেক ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে গত ২ দিন ধরে সেনা সদস্যদের একটি দল অরুণ পাড়ায় অবস্থান করছিলো।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
