সাজেকে সেনাবাহিনী কর্তৃক আটক তিন নেতার মু্ক্তির দাবিতে কুদুকছড়িতে পিসিপি’র বিক্ষোভ
রাঙামাটি : রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক তিন পিসিপি নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।
আজ শনিবার (১৮ মার্চ ২০১৭) দুপুর ১টায় বিক্ষোভ মিছিলটি বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় বিদ্যালয় গেইটে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সহসভাপতি নিকন চাকমার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জয়ন্ত চাকমার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা সভাপতি মন্টি চাকমা ও পিসিপি’র রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কংচাই মারমা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে “অপারেশন উত্তরণ” নামে সেনা শাসন জারি রেখে আন্দোলনকারী নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক অগণতান্ত্রিক ১১ নির্দেশনার ফলে এ ধরনের ঘটনা আরো ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে গত ১৪ মার্চ দিবাগত মধ্যরাতে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা, তথ্য প্রচার সম্পাদক সুমন চাকমা ও সাজেক শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে শারীরিক নির্যাতনের পর চাদাবাজিসহ মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শত দমন-পীড়ন চালিয়েও পিসিপি’র ন্যায়সঙ্গত আন্দোলন স্তব্দ করা যাবে না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত তিন পিসিপি নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক তাদের নিঃশর্ত মুক্তি, অন্যায় গ্রেফতার-নির্যাতন বন্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।