সাজেকে সেনাবাহিনী কর্তৃক নবনির্মিত একটি প্রাথমিক বিদ্যালয় ভেঙে দেয়ার অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাজলঙে এগোজ্জ্যাছড়ি এলাকার জনগণের অর্থায়নে নবনির্মিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সেনাবাহিনী ভেঙে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য এগোজ্জ্যাছড়ি গিয়ে উক্ত বিদ্যালয়টি ভেঙে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরুব্বি জানান, বাঘাইহাট জোন থেকে বাঘাইহাট জোন থেকে ১২ থেকে ১৫ জনের একদল সেনা সদস্য সেটলার বাঙালিদের সাথে নিয়ে এগোজ্জ্যাছড়িতে আসে। পরে সেটলাররা সেনাদের নির্দেশ মত নবনির্মিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে দেয় এবং বিদ্যালয়ের সরঞ্জামাদি জোনে নিয়ে যায়।

তিনি জানান, সাজেকবাসী যুগ যুগ ধরে শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত রয়েছে। তাই স্থানীয় জনগণের অর্থায়নে সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এগোজ্জ্যাছড়ি এলাকায় উক্ত প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছিল।
এদিকে, বিদ্যালয় ভেঙে দেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমে সাজেক পর্যটন সড়ক অবরোধ করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
