সাজেকে সেনা ক্যাম্প নির্মাণের নামে ৫ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা!
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮নং পাড়া নামক স্থানে সেনা ক্যাম্প নির্মাণের নামে ৫ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) দুপুরে রুইলুই পাড়া সেনা ক্যাম্প থেকে ১০-১২ জনের একদল সেনা সদস্য ৮নং পাড়া এলাকায় যায়। এ সময় সেনা দলটির কমাণ্ডার জনৈক সুবেদার (ওয়ারেন্ট অফিসার) পাড়ার কার্বারী খুলোমনি চাকমাকে ডেকে বলেন, ‘আমরা এখানে একটি ক্যাম্প নির্মাণ করতে চাই’। এর পরপরই সেনা সদস্যরা জঙ্গল পরিস্কার করতে থাকলে এক পর্য়ায়ে স্থানীয় গ্রামবাসীরা এর প্রতিবাদ করলে গ্রামবাসীদের সাথে বিজিবি সদস্যদের বাকবিতণ্ডা হয়। কিন্তু তারপরও সদস্যরা সদস্যরা জঙ্গল পরিস্কার করার কাজ বন্ধ করেনি।
সেখানে ক্যাম্প স্থাপন করা হলে যারা উচ্ছেদের শিকার হবেন তারা হলেন- ১. সুপ্রিয় চাকমা, পিতা- মনু রঞ্জন চাকমা, তার রয়েছে ফলজ বাগান ৩ একর; ২. রিটেন চাকমা, পিতা- গৌতম চাকমা, তার রয়েছে আম, কাঠাল, লিচুসহ ৪ একর; ৩. পুষ্পলতা চাকমা (বিধবা), তার রয়েছে ফলজ বাগান ২ একর; ৪. কমল বিকাশ চাকমা, পিতা- ভালুক্য চাকমা, তার রয়েছে আম, কাঠাল, কাজু বাদাম চারাসহ ২ একর ও ৫. স্মৃতি বিকাশ চাকমা, পিতা- সুর্য মোহন চাকমা, তার রয়েছে ফলজ বাগান ৫ একর জায়গা।
স্থানীয়রা জানান, ক্যাম্প নির্মাণের জায়গাটিতে জঙ্গল পরিষ্কার করার পরে ক্যাম্পে চলে যাবার সময় সেনা সদস্যরা গ্রামবাসীদেরকে আগামী বৃহস্পতিবার অথাৎ ২৭ জুলাই থেকে তারা সেখানে টাবু খাটিয়ে অবস্থান নিয়ে ক্যাম্পটি নির্মাণ করবে বলে জানিয়ে দিয়ে গেছে।
এদিকে, সেনা ক্যাম্প নির্মাণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে সেখানে ক্যাম্প নির্মাণের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছেন।
———
নোট: প্রথমে প্রতিবেদনটিতে ‘বিজিবি’ ক্যাম্প নির্মাণের কথা উল্লেখ করা হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানা গেছে যারা ক্যাম্প স্থাপন করতে গেছে তারা বিজিবি সদস্য নয়, তারা ছিল সেনাবাহিনীর সদস্য। অনাকাঙ্খিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন