সাজেকে নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

রাঙামাটির সাজেক ইউনিয়নের ৮ নং পাড়া (খুলোমনি কার্বারী পাড়া) এলাকায় নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) বিকালে মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রিপা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সদস্য লেলিন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি ধর্মশিং চাকমা ও ইউপিডিএফ সংগঠক নির্ণয় চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, সাজেকে স্থানীয় ৮নং পাড়ার বাসিন্দাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করতে সেখানে নতুন সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চালানো হচ্ছে। কিন্তু ক্যাম্প স্থাপন করার জন্য যে জায়গাটিতে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে তার থেকে ৫০০ গজ দূরেই একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। কাজেই, সেখানে সেনা ক্যাম্পের কোন প্রয়োজন নেই। এভাবেই কখনো ক্যাম্প স্থাপন, কখনো পর্যটন, কখনো সড়ক নির্মাণসহ কথিত উন্নয়নের নামে পাহাড়িদের ভূমি বেদখল প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠি একদিকে অন্যায় দমন-পীড়ন জারি রেখেছে, অন্যদিকে ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের উচ্ছেদ প্রচেষ্টা চালাচ্ছে। এতে করে পাহাড়িরা আজ চরম অস্তিত্ব সংকটে রয়েছে। তাই ভূমি ও অস্তিত্ব রক্ষার জন্য ছাত্র, যুব, নারী সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করতে হবে।

তারা বলেন, ১৯৬০ সালে পাকিস্তান শাসকগোষ্ঠি কর্তৃক কাপ্তাই বাঁধ দিয়ে পাহাড়ি উচ্ছেদের যে প্রক্রিয়া শুরু হয়েছিল একই প্রক্রিয়া বর্তমান বাংলাদেশের শাসকগোষ্ঠিও জারি রেখেছে। জিয়াউর রহমান যে চার লক্ষাধিক বহিরাগত বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের জায়গায় পুনর্বাসন করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও একইভাবে সেইসব সেটলার বাঙালিদের পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে পাহাড়িদের বিরুদ্ধে ব্যবহার করছে। কাজেই পাকিস্তানি শাসক আর বাংলাদেশের শাসকদের নীতিগত কোন পার্থক্য নেই।

বক্তারা অবিলম্বে সাজেকের ৮নং পাড়া এলাকায় নতুন সেনা ক্যাম্প স্থাপন বন্ধসহ পাহাড়িদের অস্তিত্ব হুমকির সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More