সাজেকে স্কুলের সামনে বিজিবি’র দোকান নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে পিসিপি

0
ছবি : সাজেক জুনিয়র হাই স্কুল

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সাজেক জুনিয়র হাই স্কুলের সামনে দোকান নির্মাণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এতে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ বিনষ্ট হওয়াসহ অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তাই স্কুলের সামনে বিজিবি’র দোকান স্থাপন দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।

আজ শুক্রবার (১৫ মার্চ ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র রাঙ্গামাটি জেলা সভাপতি তনুময় চাকমা ও সাধারণ সম্পাদক বারিঝে চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই আহ্বান জানান।

স্কুলের সামনে দোকান প্লট নির্মাণ করছে বিজিবি

নেতৃদ্বয় বলেন, সাজেকের স্থানীয় পাহাড়িদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক অবস্থা রাঙ্গামাটির অন্যান্য অঞ্চলের তুলনায় অনুন্নত। অথচ সেখানে পাহাড়িদের ভূমি দখল করে তৈরি হওয়া পর্যটনে বহিরাগতদের রমরমা ব্যবসা দৃশ্যমান। সাজেকের রুইলুই পাহাড়ে শিক্ষার একমাত্র প্রাণ কেন্দ্র বলা যায় এই জুনিয়র স্কুলটি। সাজেকে স্থানীয় মুসলিম না থাকা সত্ত্বেও স্কুল, হাসপাতাল নির্মাণ না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোটি টাকার মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে আবার বিজিবি পর্যটনের মুনাফা লাভের আশায় সেখানকার ভূমিপুত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে স্কুলের সামনে দোকান নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।

সাজেকে পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে বহিরাগত ব্যবসায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ও তাদের দালাল এবং আইন শৃঙ্খলা বাহিনীর মুনাফা লাভের প্রতিযোগিতা চলছে মন্তব্য করে নেতৃদ্বয় বলেন, পর্যটনের কারণে সাজেকের স্থানীয় বাসিন্দারা এখন সুবিধাবঞ্চিত ও অবহেলিত। অনেক পাহাড়ি পরিবার নিজ বসতভিটা থেকে উচ্ছেদের শিকার হয়েছেন, অনেকে উচ্ছেদের মুখে রয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে বিদ্যালয়ের সম্মুখে দোকান নির্মাণ বন্ধ করে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More