সাজেক পর্যটন কেন্দ্রের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে ঢেউটিন দিলো ইউপিডিএফ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ মার্চ ২০২৫
রাঙামাটির সাজেকের রুইলুই পাহাড়ে পর্যটন কেন্দ্রের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২ পরিবারকে ঢেউটিন সহায়তা দিয়েছে ইউপিডিএফ সাজেক ইউনিট।
আজ শনিবার (৮ মার্চ ২৫) সকাল ১০টার সময় ইউপিডিএফে সংগঠক রিয়েল চাকমা ও মন্তু চাকমার নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের জন্য ৮৪ বান ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, ২নং ওয়ার্ডের সদস্য অনিত্য ত্রিপুরা, সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা ও স্থানীয় কার্বারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢেউটিন প্রদান অনুষ্ঠানে ইউপিডিএফ নেতৃবৃন্দ বলেন, পাহাড়িদের উচ্ছেদ করে এখানে পর্যটন গড়ে তোলা হয়েছে। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন অপসংস্কৃতি চর্চা হয়ে থাকে। এখানে অপরিকল্পিতভাবে ও কোন নিয়ম-নীতি না মেনে বিভিন্ন রিসোর্ট গড়ে তোলা হয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা মোকাবেলায় কোন ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এই অনিয়মের কারণে পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়রাও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা মনে করি গত ২৪ ফেব্রুয়ারি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে প্রশাসন কোনভাবেই দায় এড়াতে পারে না।

তারা আরো বলেন, পর্যটনের ক্ষতিকর দিক তুলে ধরে পার্টির পক্ষ থেকে আমরা বহু আগে থেকেই জনগণকে সচেতন করে আসছি। পর্যটনের মাধ্যমে স্থানীয় জনগণের জায়গা-জমি দখল করা হয়ে থাকে। তাই এ ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে সৃষ্ট অগ্নিকাণ্ডে পর্যটন ব্যবসায়ীদের বেশ কিছু রিসোর্ট, হোটেল ছাড়াও সেখানকার স্থানীয় পাহাড়িরা ঘরবাড়ি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।