সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের যৌথ সম্মেলন ৮ অক্টোবর
সিএইচটিনিউজ.কম
আগামী ৮ অক্টোবর ২০১৪ সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের যৌথ সম্মেলন রাঙামাটি জেলার সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত হবে। যৌথ সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক প্রচারিত পোস্টার থেকে এ তথ্য জানা গেছে।
পোস্টারে আহ্বান জানিয়ে লেখা রয়েছে “সাজেক বাঁচাও! বন-পরিবেশ ও বাস্তুভিটা রক্ষার্থে জীবন বাজি রেখে লড়াইয়ে প্রস্তুত হও!
সম্মেলনে উক্ত দুই সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সেটলার বাঙালি পুনর্বাসনের মাধ্যমে সাজেক থেকে পাহাড়ি উচ্ছেদের লক্ষ্যে ২০০৮ ও ২০১০ সালে সাজেকে পাহাড়িদের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ করে শত শত ঘরবাড়ি পুড়ে ছাই করে দেয়া হয় এবং বুদ্ধপুদি চাকমা ও লক্ষ্মী বিজয় চাকমাকে সেনারা গুলি করে হত্যা করে। এরই প্রতিবাদে এবং ভূমি-বাস্তুভিটা রক্ষার্থে সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজ গঠিত হয়। গঠনের পর থেকে সংগঠন দুটি ভূমি ও বাস্তুভিটা রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভমিকা পালন করে আসছে।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।