সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ৯ ও ১০ জুলাই কর্মসূচি ঘোষণা ইউপিডিএফ’র

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৮ জুলাই ২০২৪
সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আগামী ৯ জুলাই পার্ব্যত্য চট্টগ্রমের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং ১০ জুলাই সড়কে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সোমবার (৮ জুলাই ২০২৪) ইউপিডিএফ-এর সহসভাপতি নুতন কুমার চাকমা সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে উক্ত দু’দিনের কর্মসূচির ঘোষণা দেন এবং অবিলম্বে আদালতের মাধ্যমে ১৯০০ সালের সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা বলেন, সরকারের একটি বিশেষ গোষ্ঠী সেটলারদের সাথে মিলে আদালতকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক-প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যসূচক ঐতিহাসিক স্মারক এই রেগুলেশনটি বাতিলের উদ্যোগ নিয়েছে। আগামী ১১ জুলাই সুপ্রীম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানী হবে বলে জানা গেছে।
তিনি বলেন, উক্ত দাবিতে আগামীকাল ৯ জুলাই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ এবং ১০ জুলাই সড়কে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করা হবে। কর্মসূচি সফল করতে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।