সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে সাজেকে অবস্থান ধর্মঘট পালন

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১০ জুলাই ২০২৪

আদালতের মাধ্যমে সিএইসটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১০ জুলাই ২০২৪) সাজেক ইউনিয়নের মাচলঙে এই কর্মসূচি পালন করা হয়।

এতে ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বীর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফর রাঙামাটি জেলা সংগঠক ডায়মন্ড চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রকাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি সুখী চাকমা, সাজেক মাচলং এলাকার কারবারি ফুলেশ চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মেহেন্দ্র ত্রিপুরা।

বক্তারা বলেন, রাষ্ট্রের বিভিন্ন কুচক্রী মহল ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের মাধ্যমে পাহাড়িদের প্রথাগত নেতৃত্ব রাজা-হেডম্যান-কারবারি পদবি বিলুপ্ত ও অধিকার হরণের ষড়যন্ত্র করছে। বর্তমান অবধি পাহড়িদের ন্যুনতম যে প্রথাগত অধিকার রয়েছে তাও আদালতকে দিয়ে বাতিল করে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে সরকার। তাই সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আইনটি যদি বাতিল করে দেয়া হয় তাহলে সবাইকে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হতে হবে।

অবস্থান ধর্মঘট থেকে বক্তারা অবিলম্বে অবিলম্বে পার্বত্য চট্টগ্রারেগুলেন ১৯০০ বাতিলের ষড়যনত্র বন্ধ করে তা বহাল রাখার দাবিসহ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রদানের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More