সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে পানছড়িতে অবস্থান ধর্মঘট পালন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ জুলাই ২০২৪
আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে পানছড়ি সচেতন নাগরিক সমাজ।
আজ বুধবার (১০ জুলাই ২০২৪) সকাল সাড়ে ১০টায় পানছড়ি কলেজ গেইট এলাকায় পানছড়ি-খাগড়াছড়ি মূল সড়কে অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে অন্তত এক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন।

অবস্থান ধর্মঘটে ৪নং লতিবান ইউপি চেয়াম্যান ও হেডম্যান ভুমিধর রোয়াজার সভাপতিত্বে ও সমাজসেবক রমেল মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ১ নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ৩ নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিতা ত্রিপুর, কার্বারী এসোসিয়েসনের পানছড়ি সভাপতি হেমরঞ্জন চাকমা, সাবেক মহিলা ইউপি সদস্য মানিকপুদি চাকমা ও পানছড়ি নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা।

বক্তারা বলেন, আমাদের জুম্মদেরকে ধ্বংস করে দেয়ার জন্য ১৯০০ সালের রেগুলেশন অ্যাক্ট বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তারা আরো বলেন, আমাদের প্রথাগত আইন ও অধিকারের রক্ষাকবচ ১৯০০ সালের সিএইচটি রেগুলেশন বাতিল আমরা মানবো না। আজকে শুধু এই ধর্মঘট দিয়ে শেষ নয়, আরো সমাবেশ ও আন্দোলন করতে হবে। আগামীতে ভয় না পেয়ে যাতে সমাবেশ অংশগ্রহণ করেন সেজন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা সিএইচটি রেগুলেশন আইনটি বাতিল না করে এটি বলবৎ রেখে পাহাড়িদের প্রথাগত অধিকার ও আইন যেন সুরক্ষা দেওয়া হয় সেজন্য সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।