সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ

0

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), দীঘিনালা ইউনিট।

আজ মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) সকাল ১০টার সময় “পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দিতে হবে” শ্লোগানে দীঘিনালার বাবুছড়া সড়কের বাঘাইছড়ি দূঅর হতে একটি মিছিল নিয়ে বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় মোড়ে এসে সমাবেশ করা হয়।

সমাবেশে দীপন চাকমার সভাপতিত্বে ও সুজন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিটের সংগঠক সজীব চাকমা ও অমর চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ভূমি রক্ষা ও প্রথাগত আইন, রীতিনীতি সমুন্নত রাখতে এই রেগুলেশন একটি গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু সরকার্ সেটলারদের সাথে যোগসাজশে আদালতকে ব্যবহার করে এই রেগুলেশনকে বাতিল করে দেয়ার ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামের জনগণ এটা কখনো মেনে নেবে না।

বক্তারা আরো বলেন, এই রেগুলেশনকে যদি বাতিল বা অন্য কোনভাবে দুর্বল করা হয়, তাহলে তা পার্বত্য চট্টগ্রামের জনগণ আরও বেশি প্রান্তিক অবস্থানে যাবে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করবে।

তারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ও পার্বত্য চট্টগ্রামের জনগণের সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে এটি বহাল রাখা, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রথাগত অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড় থেকে সেনাশাসন তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More