সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
আদালতের মাধ্যমে সিএইচট রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙাামটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) সকাল সাড়ে ৯টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর যৌথ ব্যানারে বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের লাদুমুনি বাজারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক রুপেশ চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা কমিটির সদস্য নয়ন চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি পলেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি বীর চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা কমিটির সহসভাপতি জোস্না চাকমা ও পার্বত্য নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি অর্চনা চাকমা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাজেক জুমচাষী কল্যাণ সমিতির সভাপতি জোতি লাল চাকমা।

সমাবেশে ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা বলেন, ফ্যাসিবাদী সরকার পাহাড়ে বসবাসরত পাহাড়ি জাতিসত্তাগুলোকে দেশে প্রয়োজন বোধ করে না। তারা প্রয়োজন মনে করে ভূমিকে। তাই পাহাড়িদেরকে ভূমি থেকে উচ্ছেদসহ অস্তিত্ব বিলীন করে দিতে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, স্বাধীন দেশে আমরা আজ পরাধীন। পাহাড়ি জাতিসত্তাগুলোর অস্তিত্ব বিলীন করতে সরকার ‘উপজাতি’, ‘ক্ষুদ্র নৃগোষ্টি’ উপাধি দিয়েও স্বস্তি পায়নি। ২০১১ সালে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে জনগণের মত উপেক্ষা করে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
তিনি সবাইকে আন্দোলনে সামিল হয়ে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশেন বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

যুবনেতা বীর চাকমা বলেন, আমরা নিজ জায়গায় ঘরবাড়ি তুলতে পারি না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। তার মধ্যে সরকার এখন ১৯০০ সালের রেগুলেশন বাতিলের মাধ্যমে রাজা, হেডম্যান, কার্বারী প্রথা বাতিল করে দেয়ার ষড়যন্ত্র করছে। আমরা এটা কখনো মেনে নেবো না। তিনি সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করা, পাহাড়িদের প্রথাগত অধিকারের স্বীকৃতি এবং পূর্ণস্বায়ত্তশাসন প্রদানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।