সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মহালছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

0


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফের মহালছড়ি ইউনিট।

আজ মঙ্গলবার (০৯ জুলাই, ২০২৪) বেলা ১.৩০টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে ইউপিডিএফ সংগঠক স্থির চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজগ খীসা।

বিজগ খীসা বলেন, পার্বত্য অঞ্চলকে এক বিশেষ অঞ্চল হিসেবে ব্রিটিশ শাসকরা ১৯০০ সালে চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন ১৯০০ আইন জারি করে। এই রেগুলেশনের মাধ্যমে পাহাড়িদের প্রথাগত আইন ও ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। যুগ যুগ ধরে পাহাড়িরা এই রেগুলেশনকে রক্ষাকবচ মেনে নিজেদের স্বকীয়তা-স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে বসবাস করে আসছে। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সুকৌশলে আদালতের মাধ্যমে এই রেগুলেশন বাতিল করে রাজা, হেডম্যান, কার্বারির পদ ও পাহাড়িদের প্রথাগত আইনকে বিলোপ করে দিতে চাচ্ছে। যা পাহাড়ি জনগণের জন্য মোটেই শুভ বিষয় নয়।

তিনি বলেন, রাজা, কার্বারি ও হেডম্যান না থাকা মানে পাহাড়িরা অভিভাবকহীন হয়ে পড়া এবং পাহাড়িদের প্রথাগত নেতৃত্বেকে ধ্বংস করে দেয়া। এভাবে সরকার একের পর এক পাহাড়িদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এই রেগুলেশন যেন সরকার বাতিল করতে না পারে তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে, যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিতে হবে।

সমাবেশ থেকে বিজগ খীসা সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে এটি বলবৎ রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More