সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে কাউখালীতে চার সংগঠনের বিক্ষোভ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
“পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দিতে হবে” শ্লোগাানে আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) দুপুর ১:০০টায় ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে ইউপিডিএফ সংগঠক প্রত্যুষা চাকমার সভাপতিত্বে ও পিসিপির কাউখালি উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য দয়া সোনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালি উপজেলা শাখার সভাপতি থুইনুমং মারমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এলাকার কার্বারি বিন্দু কুমার চাকমা ।

সমাবেশে দয়া সোনা চাকমা বলেন, ১৯০০ সালের রেগুলেশন আইন পাহাড়িদের অস্তিত্ব রক্ষার একটা আইন। তাই এটি বাতিল করে দেয়ার জন্য বর্তমান সরকার ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে পাহাড়িদের ভূমি থেকে উচ্ছেদ করে সড়ক, পর্যটন নির্মাণ, সংবিধানে বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া একই ষড়যন্ত্রের অংশ। তাই সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি ষড়যন্ত্র বন্ধ করে সিএচটি রেগুলেশন বলৎ রাখা এবং পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান।
নিকন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা যুগ যুগ ধরে বসবাস করে আসছে। কিন্তু সরকার পাহাড়িদের নিশ্চিহ্ন করে দিতে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রেখে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। একই সাথে আইনগতভাবেও অস্তিত্ব বিলুপ্ত করে দেয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি সরকারের ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

কার্বারি বিন্দু কুমার চাকমা বলেন, ১৯০০ সালের রেগুলেশন আইন না থাকলে আমাদের শুধু রেকর্ডকৃত জায়গা-জমিগুলো থাকবে, প্রথাগতভাবে ভোগদখলীয় জায়গাগুলো হারাতে হবে। এমনকি আমাদের জাতিগুলোর অস্তিত্ব ও থাকবে না। তিনি ১৯০০ রেগুলেশন আইন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
সভাপতির বক্তব্যে প্রত্যুষা চাকমা বলেন, বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র ও নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এখন একমাত্র রক্ষাকবচ ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনও বাতিল করে দেয়ার ষড়যন্ত্র করছে। কাজেই জাতীয় অস্তিত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।