সিন্দুকছড়িতে দুই পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৪
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের ঠান্ডাছড়ি থেকে গতকাল (১১ আগস্ট ২০২৪) সেনাবাহিনী দুই জন পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওিয়া গেছে।
স্থানীয়রা জানান, গতকাল বিকাল আনুমানিক ৫টার সময় মহালছড়ি জোনের একদল সেনা সদস্য সিন্দুকছড়ি রোডের ঠাণ্ডাছড়ি এলাকায় ফাঁকা গুলি বর্ষণের পর স্থানীয় দু’জন মোটর সাইকেল চালককে আটক করে নিয়ে গেছে।
ভুক্তভোগীরা হলেন ১. কুপেন জয় ত্রিপুরা (২০), পিতা- কৃপাচার্য ত্রিপুরা(কার্বারী), গ্রাম- পক্ষীমুড়ো ও ২. সনে রঞ্জন ত্রিপুরা(২২), পিতা- আথোয়াই ত্রিপুরা, গ্রাম- ঠান্ডাছড়ি।
স্থানীয়দের কয়েকজন নাম প্রকাশ না করার শর্ত বলেন, সেনাবাহিনীর সদস্যরা আসা মাত্রই অতর্কিতে গুলি বর্ষণ করতে থাকে। এতে জনমনে আতঙ্ক দেখা দেয়। অনেকে ভয়ে পালানোর চেষ্টা করেন। এরপর সেনারা এলাকার জনগণকে জিজ্ঞাসাবাদসহ নানা হয়রানি করে। পরে চলে যাবার সময় উক্ত দু’জন মোটর সাইকেল চালকে আটক করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।