সিন্দুকছড়িতে পরিবেশ সংক্রান্ত শ্লোগান লেখা ফেস্টুন খুলে নেয়ার অভিযোগ
মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি সড়কের কয়েকটি স্থানে টাঙানো ‘প্রাকৃতিক পরিবেশ’ সংক্রন্ত শ্লোগান লেখা ফেস্টুন সেনাবাহিনী কর্তৃক খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩১ জুলাই ২০২৩) স্থানীয় সচেতন লোকজন কয়েকটি স্থানে ফেস্টুনগুলো টাঙিয়ে দেয়। কিন্তু আজ মঙ্গলবার (১ আগস্ট ২০২৩) সকালে সেনাবাহিনীর সদস্যরা উক্ত ফেস্টুনগুলো খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
ফেস্টুনগুলোতে শ্লোগান লেখা ছিল “পাহাড়ে অতিরিক্ত জনসংখ্যার চাপ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, সেটলারদের সমতলে ফিরিয়ে নাও: ভূমিধস ঠেকাতে বিপদজনক পাহাড় কাটা বন্ধ কর, সীমান্ত অঞ্চলে সড়ক নির্মাণ বন্ধ কর ও পরিবেশের ওপর মারাত্মক হুমকি সৃষ্টিকারী সীমান্ত সড়ক বন্ধ কর”।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন