সিন্দুকছড়ি সড়কে সেনাবাহিনীর ফাঁকা গুলিবর্ষণ, জনগণকে হয়রানির অভিযোগ

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১১ আগস্ট ২০২৪
খাগড়াছড়ি জেলাধীন সিন্দুকছড়ি সড়কের ঠাণ্ডাছড়ি এলাকায় সেনাবাহিনী ফাঁকা গুলিবর্ষণের পর এলাকার সাধারণ জনগণকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (১১ আগস্ট ২০২৪) বিকালে দাঙ্গাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৫টার সময় মহালছড়ি সেনা জোন থেকে একদল সেনা সদস্য সিন্দুকছড়ি সড়কের ঠাণ্ডাছড়িতে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় এলাকার জনমনে আতঙ্ক দেখা দেয়।
পরে সেনাবাহিনীর আরো কয়েকটা গাড়ি সেখানে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে সেখানে সাধারণ জনগণকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।