সিলেটের শ্রীমঙ্গলে ইন্দ্র মোহন দেববর্মার ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

0


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়ায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর পৈতৃক ও ভোগদখলীয় জমিতে অবৈধ অনুপ্রবেশ করে বাড়িঘর ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন নিউজ পোর্টালের উদ্ধৃতি দিয়ে নেতৃদ্বয় বলেন, “গত ২১ জানুয়ারি ২০২৬ সকালে শ্রীমঙ্গল পৌরসভার ছফেদ মিয়া রোডে শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা রুহিন মিয়া ও তার পিতা ছফেদ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন লোক সিএনজি ও পিকআপে করে শ্রীমঙ্গলে ডলুছড়া গ্রামের ইন্দ্র মোহন দেববর্মার পৈতৃক ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে অবৈধ অনুপ্রবেশ করে এবং উক্ত জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর ও সীমানা পিলার অপসারণ করে। এছাড়াও তারা সদ্য নির্মিত একটি টুরিস্ট শপ ভাঙচুর করে এবং নির্মাণসামগ্রী লুট করে গাড়িতে তুলে নিয়ে যায়।”

তারা আরও বলেন, “এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীর পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।”

বিবৃতিতে নেতৃদ্বয়, শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামের হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত রুহিন মিয়াসহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জনান। এছাড়াও তারা যুগ যুগ ধরে বসবাস করে আসা ত্রিপুরা জাতিসত্তার জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের ভিটেমাটি-জমিজমা বেদখল ও অবৈধ অনুপ্রবেশ থেকে রক্ষা করতে যথোপযুক্ত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More