সুবলঙে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক কার্বারিসহ ৪ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
রাঙামাটির বরকল উপজেলার সুবলঙ ইউনয়নের চিলারডাক গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক কার্বারিসহ ৪ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) ভোররাতে এ অপহরণ ঘটনা ঘটে স্থানীয়রা জানান।
অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- অশ্বিনী কুমার চাকমা (৬৫), তিনি চিলারডাক গ্রামের কার্বারি ও তার ছেলে নিবারণ চাকমা ওরফে নিক্সন (৪৩)। অপর দু’জনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত আনুমানিক ৫টার সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী নিজেদের বাড়ি থেকে উক্ত ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে জানা গেছে।
স্থানীয়রা আরো জানান, বেশ কিছুদিন ধরে সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল সুবলঙের করল্যামুড়ো ও চিলারডাক এলাকায় অবস্থান করছে। তারা এলাকার জনগণকে নানা হয়রানিসহ হুমকি-ধমকি প্রদান করে ভীতি সঞ্চার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।