Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার সুবলঙ থেকে সন্তু গ্রুপ কর্তৃক পাড়া প্রধানসহ দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা হলেন সুবলং ইউনিয়নের হাজা ছড়া মৌজার পানছড়ি মোন পাড়ার বাসিন্দা ও পাড়া প্রধান(কার্বারী) শান্তি ময় চাকমা (৪২) ও বিলাস চাকমা(৩২)।
জানা যায়, আজ ১৩ জুলাই শুক্রবার সুবলং বাজারের হাটের দিন হওয়ায় তারা নিজ বাড়ি থেকে সকালে বাজারে এসেছিলেন। বাজার থেকে সওদা করে ফেরার পথে সন্তু গ্রুপের একদল সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে। কি কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে তা জানা যায় নি।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ অপহরণ ঘটনার নিন্দা জানিয়েছেন।
তিনি অবিলম্বে অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বানজানিয়েছেন।
