সেটলার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়

0

সিএইচটি নিউজ ডেস্ক
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ভারতীয় প্রচার মাধ্যমে প্রকাশিত রিপোর্ট

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালায় পাহাড়িদের বসতিতে ও বিক্ষোভরত জনতার ওপর সেনা-সেটলার হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়া স্মারকলিপি বিষয়ে সে দেশের বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছে।

উক্ত স্মারকলিপিতে স্বাক্ষর করেন চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা, এমএলএ ও মিজোরামের চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রধান নির্বাহী রসিক মোহন চাকমা, মিজোরামের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কমিশন ফর সিডিউলড ট্রাইবস এর সদস্য নিরুপম চাকমা, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর সদস্য বিমল চাকমা, হিউম্যাটিটি প্রটেকশন ফোরামের প্রেসিডেন্ট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর গৌতম চাকমা, চাকমা হাজং রাইটস অ্যালায়েন্স এর আহ্বায়ক প্রীতিময় চাকমা এবং অল আসাম চাকমা সোসাইটির প্রেসিডেন্ট আশুতোষ চাকমা।

গতকাল শুক্রবার তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উক্ত স্মারকলিপি প্রদান করেন।

যে সব সংবাদ মাধ্যমে খবরটি ছাপা হয়েছে তার মধ্যে রয়েছে দি টাইমস অব ইন্ডিয়া, দি ইকনমিক টাইমস, দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, দি ফ্রি প্রেস জার্নাল, দি সেন্টিনেল, দি অর্গানাইজার, দি রিপাবলিক টিভি, দি নিউজ নাইন, নর্থ ইস্ট নিউজ, বর্ডারলেন্স, মেঘালয়্যা মনিটর, নর্থইস্ট হেরাল্ড, নিউজটাইম, নর্থইস্ট নিউজ, দি ডাজি ওয়ার্লড, আরোআন্ডা। (বিস্তারিত জানতে ফুটনোটে দেয়া লিংক ক্লিক করুন)[i]

ত্রিপুরায় বিক্ষোভ

আজভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সেনা-সেটলার হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

মিছিলটি আস্তাবল থেকে শুরু হয়ে কর্ণেল চৌমুনী ও অরিয়েন  চৌমুনী ঘুরে রাজা বাড়ি উত্তর গেইট ও রাধানগর হয়ে আবার আস্তাবলে এসে শেষ হয়। এত চাকমা, ত্রিপুরা ও মারমাসহ কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

Tripura Chakma Students Association (TCSC), Manugang Suloyani Gabuchya Jadha, Society for Welfare Of Mog Student, Youth Tripra Federation (YTF) Tipra Motha Party, ত্রিপুরা রাজ্যে ও রাইমাভ্যলি ভিক্ষু সংঘ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আইডব্লিউজিআইএ ও সিএইচটি কমিশনের যৌথ বিবৃতি

গতকাল ২০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস এ্যফেয়ার্স ও আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সেনা-সেটলার হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। সংগঠন দুটি মানাবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সহিসংতার মূল কারণ চিহ্নিত করার জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।

সংগঠন ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েশনের বিবৃতি

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি সংগঠন ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিরেন ত্রিপুরা এক বিবৃতিতে উক্ত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ সেটলারদের প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানান।

আগামীর কর্মসূচি

আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। চাকমা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি, অরুণাচল প্রদেশ চাকমা স্টুডেন্টস ইউনিয়ন, চাকমা হাজং রাইটস অ্যালায়েন্সসহ বেশ কয়েকটি সংগঠন এই সমাবেশের আয়োজন করবে।

এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর ফ্রান্সে এবং ২৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় বসবাসরত প্রবাসী জুম্মরা পার্বত্য চট্টগ্রামে সেনা সেটলার হামলা ও খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানা গেছে।


[i] 1. The Times of India https://timesofindia.indiatimes.com/india/downgrade-diplomatic-ties-with-bangladesh-chakma-leaders-submit-memorandum-to-pm-modi-over-killing-of-tribals-in-chittagong-hill-tracts/articleshow/113527186.cms

2. The New Indian Expresshttps://www.newindianexpress.com/nation/2024/Sep/20/chakma-groups-in-india-urge-pm-modi-to-downgrade-ties-with-bangladesh-after-killings-of-tribals

3. The Economic Timeshttps://economictimes.indiatimes.com/news/india/chakma-leaders-urge-pm-modi-to-avoid-talks-with-bangladeshs-muhammad-yunus-amid-violent-attacks-on-indigenous-tribes/articleshow/113541410.cms

4. The Free Press Journalhttps://www.freepressjournal.in/india/chakma-leaders-call-upon-pm-modi-to-downgrade-diplomatic-ties-with-yunus-led-bangladesh-govt

5. The Sentinelhttps://www.sentinelassam.com/topheadlines/chakma-leaders-urge-pm-narendra-modi-not-to-hold-talks-with-yunus-at-unga

6. The Organiserhttps://organiser.org/2024/09/21/257065/world/bangladesh-y-40000-chakmas-and-tripuris-take-out-march-for-identity-after-the-recent-attacks-on-them-by-the-army/

7. The Republic TVhttps://www.youtube.com/watch?v=KAPE4GJknlM

8. The News9


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More