সেনাবাহিনী কর্তৃক রমেল চাকমার নৃশংস হত্যার প্রতিবাদে আগামীকাল ঢাকায় সমাবেশ

0

ঢাকা:  “নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ” ব্যানারে আগামীকাল ২৯ এপ্রিল ২০১৭, শনিবার “পার্বত্য চট্টগ্রামে সামরিক নিপীড়নের অবসান চাই; সেনাবাহিনী কর্তৃক রমেল চাকমার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে” রাজধানী ঢাকার শাহবাগে বিকাল সাড়ে ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
18194699_10209089617229765_5961027313317659900_n
উক্ত সমাবেশ সফল করার লক্ষে একটি ফেসবুক ইভেন্ট খোলা হয়েছে। সেখানে সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে বলা হয়েছে- উনিশ বছরের একটি তরতাজা তরুণ প্রাণ রমেল চাকমাকে সামরিক বাহিনীর নৃশংসতার শিকার হয়ে জীন দিতে হল। ভয়ংকর অন্যায্য এক হত্যাকাণ্ডের পরেও তার জন্য কোনো সহানুভূতি ছিল না-একের পর এক মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছে মৃত রমেলের উপর, পরিবারকে শেষকৃত্যটুকুও করতে দেয়া হয়নি। স্থানীয় পুলিশ প্রশাসন বলেছে, রমেল অপরাধী নয়-তার বিরুদ্ধে কোনো মামলাও নেই।

কল্পনা চাকমা থেকে রমেল চাকমা-পার্বত্য জনগোষ্ঠীর উপর বাংলাদেশ রাষ্ট্রের সামরিক নিপীড়নের ইতিহাস দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অসংখ্য শহীদের রক্তমাখা মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাষ্ট্র অন্যান্য জাতিসত্তার মানুষের উপর নিপীড়ন চালাতে পারে না। এরকম প্রতিটি নির্যাতন-নিপীড়নের ঘটনায় আক্রান্ত হয় আমাদের মুক্তিসংগ্রাম। আমরা স্বাধীন বাংলাদেশের আপামর মানুষ কোনোভাবেই রাষ্ট্রের এই অন্যায় সামরিক আগ্রাসী কাজের বৈধতা দিতে পারি না।

পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের অবসান ও রমেলের জন্য ন্যায়বিচারের দাবি নিয়ে আগামী ২৯ এপ্রিল শনিবার বিকাল সাড়ে চারটায় শাহবাগের প্রতিবাদ সমাবেশে যোগ দিন।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More