সেনা ক্যাম্পে ডেকে নিয়ে রামগড়ের এক জনপ্রতিনিধিকে নির্যাতনের অভিযোগ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৫ আগস্ট ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের বিষয়ে কথা বলার নাম করে ক্যাম্পে ডেকে নিয়ে রামগড়ের এক পাহাড়ি ইউপি সদস্যকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে।
রবিবার (২৫ আগস্ট ২০২৪) দুপুরে আনুমানিক ২টায় মানিকছড়ি উপজেলার বাটনাতলী আর্মি ক্যাম্পে এই নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন নির্যাতিত জনপ্রতিনিধি ভারত কুমার চাকমা (৩৫)।
ভারত কুমার চাকমা রামগড় উপজেলাধীন রুপাইছড়ি গ্রামের হুলুঙে চাকমার ছেলে। তিনি রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।
ভুক্তভোগী ভারত কুমার চাকমা এই প্রতিবেদককে জানান, ‘গতকাল বাটনাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার মোবাইল ফোনে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের কথা বলে আমাকে ক্যাম্পে যেতে বলেন। তাদেরকে আমি আমার স্ত্রী অসুস্থতার কথা জানিয়ে পরদিন অর্থাৎ রবিবার দেখা করবো বলে জানাই। আজ সকালে যাওয়ার জন্য ক্যাম্পের নাম্বারে ফোন করে দেখি নাম্বারটা বন্ধ। সে কারণে ক্যাম্পে যেতে সামান্য দেরি হয়। পরে ক্যাম্প থেকে দুপুর ২টা দিকে কল করা হলে আমি সেখানে গিয়ে উপস্থিত হই’।
তিনি আরো বলেন, ‘আমি ক্যাম্পে উপস্থিত হওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সদস্যরা আমার ব্যবহৃত মোবাইল ফোন জমা নেয়। এরপর সেনাবাহিনীর কমান্ডার ‘তোমার ওয়ার্ডে এক বাঙালির ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে তা আমাদের (সেনাবাহিনী) জানানো হয় নাই কেন? ইউপিডিএফ আসলে সেনাবাহিনীকে তথ্য দেয়া হয় না কেন?… ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তাদের কথার জবাবে আমি ‘আপনাদের ক্যাম্পের ফোন নাম্বার না থাকার কারণে জানাতে পারিনি’ বললে ক্যাম্প কমান্ডার আমাকে ধমক দিয়ে ‘তোমাকে ইউপিডিএফ মেম্বার বানিয়েছে, সে কারণে তুমি আমাদেরকে তথ্য দাও না, সন্ত্রাসীদের আশ্রয় দাও’ ইত্যাদি বলেন এবং আমার শার্টের কলার ধরে গালে চড় মারেন, লাঠি দিয়ে আমাকে মারধর করেন। মারধরের পর আমাকে ছেড়ে দেয়া হয়। এ সময় শারীরিক নির্যাতনের ঘটনা কাউকে না বলতেও মানা করেন সেনাবাহিনী সদস্যরা।
প্রতিবাদে বিক্ষোভ
এদিকে সেনাবাহিনী কর্তৃক ইউপি সদস্য ভারত কুমার চাকমাকে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকার জনসাধারণ। ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার পর ভারত কুমার চাকমা বিষয়টি লোকজনকে অবগত করলে জনগণ তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ করেন।

গুজাপাড়া গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নির্যাতনের শিকার ভারত কুমার চাকমা, ২নং পাতাছড়া ইউপি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মহিলা সদস্য কুসুম মালা চাকমা, রুপাইছড়ি গ্রাম প্রদান (কার্বারী) পুলন্যা চাকমা, মরাকইল্যা গ্রামের মুরুব্বী পাদোল্যা চাকমা, গুজাপড়া মুরুব্বী তুদু ত্রিপুরা ও রুপাইছড়ি গ্রামের যুব সমাজের প্রতিনিধি নয়ন চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে বক্তারা, নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্যাম্পে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে ভারত কুমার চাকমাকে নির্যাতনকারী বাটনাতলী ক্যাম্প কমান্ডার সহ ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।