সেনা নির্যাতনে নিহত ছাত্র নেতা রমেল চাকমার স্মরণে কাউখালীতে পিসিপি’র স্মরণসভা

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ।। সেনা নির্যাতনে নিহত ছাত্র নেতা রমেল চাকমার ৫ম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটির কাউখালীতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কাউখালী উপজেলা শাখা।

গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) অনুষ্ঠিত স্মরণসভায় পিসিপি’র কাউখালী উপজেলা শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে ও সদস্য সুজেশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সতেজ চাকমা, কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পদাক দেবাশীষ চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক সুমন চাকমা।

স্মরণসভা শুরুতে শহীদ রমেল চাকমাসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, রমেল চাকমা একজন প্রতিবাদী ছাত্র নেতার নাম। তিনি শাসকগোষ্ঠির অন্যায়-অবিচারের বিরুদ্ধে ও জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনে একজন নিবেদিতপ্রাণ কর্মি ছিলেন। যার কারণে সেনাবাহিনী তাকে অন্যায়ভাবে আটক করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে, তার লাশ পরিবারকে না দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলেছে।

তারা বলেন, রমেল চাকমাকে হত্যা করে, তার লাশ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলন স্তব্ধ করা যাবে না। রমেল যে পথে হেঁটেছেন সেই পথ ধরে পাহাড়ের হাজারো রমেল এই আন্দোলন চালিয়ে নেবে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রেখে প্রতিনিয়ত অন্যায়-অত্যাচার, ধরপাকড়, বিচার বহির্ভুত হত্যাসহ নানা নিপীড়নমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্মরণসভা থেকে বক্তারা রমেল চাকমাকে নির্যাতন ও হত্যার সাথে জড়িত সেনা কর্মকর্তা নান্যাচর জোন কমাণ্ডার বাহালুল আলম, মেজর তানভীরসহ সকল সেনা সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সভা শেষে শহীদ রমেল চাকমাসহ সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ এপ্রিল সেনাবাহিনী নান্যাচর উপজেলা সদর এলাকা থেকে রমেল চাকমাকে আটক করে অমানুষিক নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল ‘১৭ রমেল চাকমা মৃত্যুবরণ করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More