সেনা হেফাজতে ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা ওরফে মিলন-কে হত্যার প্রতিবাদে রামগড়ে তাৎক্ষণিক বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) বিকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সাধারণ সম্পাদক লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সভাপতি অসীম চাকমা।
বক্তারা সেনাবাহিনী কর্তৃক ইউপিডএফ নেতাকে হত্যার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হত্যার ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন