সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা মিলনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ৩ সংগঠনের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি ।। দীঘিনালায় সেনা হেফাজতে অমানুষিক নির্যাতন চালিয়ে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা ওরফে মিলনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন।
আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) বিকালে “পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিনা বিচারে হত্যা বন্ধ কর” এই স্লোগানে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহ-সভাপতি লিটন চাকমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন এর জেলা আহ্বায়ক এন্টি চাকমা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের মুখপাত্র সংগঠন ইউপিডিএফ-এর কন্ঠকে রুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। যার কারণে তারা বিনা বিচারে ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যা করছে। আজকে যেভাবে বর্বরোচিতভাবে নির্যাতন চালিয়ে তারা ইউপিডিএফ নেতা মিলনকে হত্যা করা হয়েছে, এর আগে একই কায়দায় তারা নান্যাচরে পিসিপি নেতা রমেল চাকমাকেও নির্যাতন চালিয়ে হত্যা করেছে। বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটিয়ে তারা দেশের আইনকে পদদলিত করছে। সরকারকে এই বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বক্তারা আরো বলেন, ইউপিডিএফ’র নেতা-কর্মীদের হত্যা করে পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকে বাধাগ্রস্ত করা যাবে না। রাষ্ট্রীয় সন্ত্রাস ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আন্দোলন চলবে।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধসহ সেনা হেফাজতে বিনা বিচারে হত্যার ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচার ও সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন