স্বনির্ভরে সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে পানছড়িতে গণবিক্ষোভ!
পানছড়ি : খাগড়াছড়িতে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ পানছড়ি উপজেলার শান্তিপুর ও কুরাদিয়ে ছড়াতে সকাল সাড়ে ১১টায় শতশত বিক্ষুব্ধ নারী পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি কুড়াদিয়া ছড়া থেকে শুরু হয়ে নালকাটা এলাকায় গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি কৃপায়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক সুরমঙ্গল চাকমা, পিসিপি জেলা কমিটি সদস্য হিমেল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন পানছড়ি শাখার সদস্য মিতালী চাকমা।

বক্তারা স্বনির্ভরে সরকার-সেনা মদদপুষ্ট নব্য রাজাকার এমএন লারমাপন্থী সংস্কারবাদী জেএসএস ও সেনা সৃষ্ট নব্য মুখোশবাহিনীর সশস্ত্র সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অবিলম্বে সেনামদতে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং অবিলম্বে খুনীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
___________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
___________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।