স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে লক্ষ্মীছড়িতে স্মরণসভা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি।। “খুনী-সন্ত্রাসীদের রেহাই নেই,জালিম সরকারের পতন অবশ্যম্ভাবী, পূর্ণস্বায়ত্তশাসন কায়েম করে শহীদ তপন-এল্টন-পলাশের রক্তের শোধ নেবো” এই শ্লোগানে রাষ্ট্রীয় মদদে স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম লক্ষ্মীছড়ি থানা শাখা।
আজ ১৮ আগস্ট ২০২১, বুধবার সকাল ৯টায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিটি নিরবতা পালনের পর স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি থানা শাখার সভাপতি উৎপল চাকমা সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি থানা শাখার সদস্য রিটন চাকমা সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য ক্যামরন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি থানা শাখার সভাপতি রুপান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি থানা শাখার সহ-সভাপতি পাইচি মার্মা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৮ সালের আজকের এই দিনে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে রাষ্ট্রীয় মদদেই সশস্ত্র হামলা চালানো হয়েছিল। রাষ্ট্রীয় মদদপুষ্ট সংস্কার-মুখোশ সন্ত্রাসীরা গুলি করে ছাত্র নেতা তপন, এল্টন, যুব নেতা পলাশসহ ৭ জনকে খুন করেছিল।
রাষ্টীয় মদদ না থাকলে সেদিন প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে সন্ত্রাসীরা এমন বর্বর হামলা চালানোর সাহস পেতো না বলে বক্তারা মন্তব্য করেন।

‘খুনি-সন্ত্রাসীদের রেহাই নেই, পার্বত্য চট্টগ্রামের মাটিতে তাদের বিচার হবেই’ উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্রীয় মদদে সৃষ্ট সন্ত্রাসীরা রাজাকার-আলবদরের ভূমিকা পালন করছে। পার্বত্য চট্টগ্রামে তাদের কোনো ঠাঁই হবে না। তাদেরকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। জনগণই তাদের উপযুক্ত বিচার করবে। তারা বলেন, তপন, এল্টন, পলাশদের রক্ত কখনো বৃথা যাবে না। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের শোধ নেওয়া হবে।
বক্তারা ৩ বছরেও হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেন এবং রাষ্ট্রীয় প্রশাসন জড়িত থাকার কারণেই ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন।
তারা জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার জন্য শহীদ তপন, এল্টন, পলাশ চাকমাসহ যারা অধিকারের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের দেখানো পথে হাঁটার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।