১৫ দিনেও মুক্তি মেলেনি সাজেকে সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত ৬ গ্রামবাসীর, বাড়ছে উদ্বেগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম রাঙ্গাপানিছড়া গ্রাম থেকে জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের দ্বারা অপহৃত ছয় গ্রামবাসীর ১৫ দিনেও মুক্তি মেলেনি। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের দাবিকৃত ৬ লক্ষ টাকা মুক্তিপণ দিতে না পারার কারণে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না।
গত ১ জুলাই ২০২৫ বিক্রম চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ২৫ জনের একটি সশস্ত্র দল এই অপহরণ ঘটনা সংঘটিত করে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে অপহৃতদের জীবন নিয়ে তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে।
অপহৃত গ্রামবাসীরা হলেন- ১. ধনমুনি চাকমা (১৯), পিতা- মঞ্জুগুলো চাকমা, ২. সুকেশ চাকমা (২২), পিতা- অজ্ঞাত, ৩. লক্ষ্মী শান্তি চাকমা (৩৫), পিতা- বোবা চাকমা. ৪. ভাঙ্গাহাদা চাকমা (৩৫), পিতা- অজ্ঞাত, ৫. শন বিকাশ চাকমা (৩৬), পিতা- পুনং চান চাকমা ৬. হুল্ল্যা চাকমা (২২), পিতা- আদিয়্যা চাকমা। তারা সবাই রাঙ্গাপানিছড়া গ্রামের বাসিন্দা।
এই অপহরণের ঘটনার প্রতিবাদে এবং অপহৃতদের দ্রুত মুক্তির দাবিতে গত ১২ জুলাই ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কিন্তু আজ (১৫ জুলাই) অপহরণের ১৫ দিন পূর্ণ হলেও অপহৃত গ্রামবাসীদের এখনো মুক্তি দেওয়া হয়নি।
এদিকে, অপহৃতদের পরিবারের সদস্যরা অপহরণকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। কোনো ধরনের যোগাযোগ করতে না পারায় অপহৃতদের শারীরিক ও মানসিক অবস্থা এবং নিরাপত্তা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।