ইতিহাস

১৯৯৪ সালে পার্বত্য চট্টগ্রামে প্রথম ১৪৪ ধারা লঙ্ঘনের দুর্লভ চিত্র

0

সিএইচটি নিউজ ডেস্ক ।। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি পার্বত্য জেলা খাগড়াছড়িতে তৎকালীন বিএনপি সরকারের অন্যায় ১৪৪ ধারা অমান্য করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) প্রতিবাদের এক মাইল ফলক স্থাপন করেছিল। এটি ছিল পার্বত্য চট্টগ্রামে প্রথম ১৪৪ ধারা লঙ্ঘনের ঘটনা। সেদিন পুলিশ ব্যাপক লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করেও প্রতিবাদী ছাত্রদের আন্দোলন স্তব্ধ করে দিতে পারেনি। পিসিপি’র প্রতিবাদী অবস্থানের কারণে সে সময় বিএনপি সরকার পিছু হটতে বাধ্য হয়। আন্দোলনের ফলে জনগণের ওপর অন্যায় দমন-পীড়ন অনেকাংশে শিথিল হয়েছিল।
পার্বত্য চট্টগ্রামে প্রথম ১৪৪ ধারা লঙ্ঘনের এ ঘটনাটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে নিয়োজিত কর্মীদের নিকট কঠিন সময়ে সাহস সঞ্চার, অনুপ্রেরণা লাভ ও উজ্জীবিত হবার উৎস হয়ে রয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারি ২০২২ পার্বত্য চট্টগ্রামে প্রথম ১৪৪ ধারা লঙ্ঘনের ২৮তম বার্ষিকীতে উক্ত ঘটনার কিছু দুর্লভ চিত্র এখানে প্রকাশ করা হলো। আমরা আশা করি এই ছবিগুলো থেকেই নতুন প্রজন্মের আন্দোলনকারীরা অনেক উৎসাহ পাবেন।

ছবি- ০১ :  বিষ্ফোরিত টিয়ার গ্যাসের শেল কুড়িয়ে নিচ্ছে পিসিপি’র দু’জন নির্ভীক কর্মী। স্থান খাগড়াছড়ি বাস টার্মিনালের সন্নিকটে খালি জমি, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০২: এক কর্মী টিয়ার শেল কুড়িয়ে নিচ্ছে। অপর জন গ্রামের সাধারণ প্রতিবাদী যুবক লাঠি হাতে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। স্থান কলেজপাড়া সংলগ্ন জমি, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০৩: মারমুখী পুলিশী অভিযান প্রতিরোধে ক্রুদ্ধ জনতা রাস্তায় বেরিয়ে আসার দৃশ্য। স্থান: কলেজপাড়া ও খবংপুজ্জ্যা, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০৪: পিসিপি কর্মীদের তাড়া করতে পুলিশ মূল সড়ক থেকে কলেজপাড়ার দিকে এগুচ্ছে। ১০ ফেব্রয়ারি ১৯৯৪

ছবি- ০৫: প্রতিবাদী ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পুলিশকে পিছু হটতে দেখা যাচ্ছে। স্থান: কলেজপাড়া, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০৬: চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ মুক্ত করতে দাঙ্গা পুলিশকে দেখা যাচ্ছে। স্থান: বাস টার্মিনাল ও কাশেম স’মিলের নিকটবর্তী রাস্তা, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০৭: খুব ভোরে চট্টগ্রাম সড়কে অবরোধ তৈরি করছে পিসিপি’র নিবেদিতপ্রাণ কর্মীগণ। স্থান: কাশেম স’ মিল সংলগ্ন, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০৮: অবরোধ তৈরির পর রাস্তায় নজরদারি করছে পিসিপি’র অকুতোভয় কর্মীগণ। ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ০৯: অবরোধ তৈরির পর পিসিপি’র দুর্দান্ত কর্মীরা, স্থান মা’জনপাড়া, ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ১০: জিরো মাইল এলাকায় অবরোধ তৈরি দৃশ্য. ১০ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ১১: পিসিপি’র অদম্য কর্মীবাহিনী শক্ত অবরোধ তৈরি করছে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে, ছবিতে অদূরে জেলা পরিষদ অফিস দেখা যাচ্ছে ১০ ফেব্রুয়ারি ১৯৯৪। স্থান: সিএন্ডবি অফিস, নারাঙহিয়া ।

ছবি- ১২: শক্ত অবরোধ তৈরির পর রাস্তায় প্রহরারত পিসিপি’র অকুতোভয় কর্মীবাহিনী ১০ ফেব্রুয়ারি ১৯৯৪। স্থান: নারাঙহিয়া সিএন্ডবি অফিস সড়ক।

ছবি- ১৩: পুলিশের নিক্ষিপ্ত টিয়ার শেল মনোযোগ দিয়ে দেখছেন পিসিপি’র তৎকালীন সভাপতি প্রসিত খীসা। স্থান: দক্ষিণ খবংপুজ্জ্যা স্কুল, ১১ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ১৪: সফল অবরোধ কর্মসূচির মাধ্যমে ১৪৪ ধারা লংঘনের পর পযালোচনা সভা। ছবিতে অবিষ্ফোরিত টিয়ার শেল দেখা যাচ্ছে । স্থান: দক্ষিণ খবংপুজ্জ্যা স্কুল, ১১ ফেব্রুয়ারি ১৯৯৪

ছবি- ১৫: ১৪৪ ধারা লঙ্ঘনের প্রস্তুতি পর্ব :
পৌরসভার সীমানা পেরাছড়া ব্রিজের সন্নিকটে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তৃতা করছেন তৎকালীন পিসিপি সভাপতি প্রসিত খীসা, ৫ ফেব্রুয়ারি ১৯৯৪
উল্লেখ্য, খাগড়াছড়িতে ত্রিপুরা শরণার্থীদের প্রত্যাবর্তনের উছিলায় সরকার পৌরসভায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করলে পৌরসভা সীমানায় পিসিপি প্রতিবাদ সভা করে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More