৮ মাস পর রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোয়াংছড়িতে বহাল
বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

দীর্ঘ ৮ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে।
আজ শুক্রবার (১৪ জুলাই ২০২৩) বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২০২২ সালের ১৭ অক্টোবর রুমা ও থানচি উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

এরপর কয়েক দফায় বাড়িয়ে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমে উপজেলায়ও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। পরে আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি, রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বলবৎ ছিল। অবশেষে রুমা ও থানচি উপজেলায় সেই নির্দেশনা প্রত্যাহার হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্যান্য সকল উপজেলায় পূর্বের ন্যায় স্থানীয় ও বিদেশী পর্যটকগণ অদ্য হতে ভ্রমণ করতে পারবেন।
তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন