চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় বম যুবকের মৃত্যুর প্রতিবাদে চবিতে মশাল মিছিল

চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৬ মে ২০২৫
চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় লাল ত্লেং কিম বমের মৃত্যু এবং নিরপরাধ বম নারী-শিশুদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) মশাল মিছিল করেছে সচেতন পাহাড়ি শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৬ মে ২০২৫) সন্ধ্যা ৭:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে থেকে মশাল মিছিল শুরু হয়ে কাটা পাহাড় হয়ে শহীদ মিনার ঘুরে এসে আবার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে তারা লালত্লেং কিম বম’র মৃত্যুর বিচার, বম নারী-শিশুদের মুক্তি, পাহাড় থেকে সেনাশাসন তুলে নেয়ার দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুদর্শন চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন দর্শন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, স্পোর্টস সাইন্স বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের রাম্রা সাইন মারমা, ১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রোনাল চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী দয়াসোনা চাকমা।

বক্তারা কারা হেফাজতে লাল ত্লেং কিম বম’র মৃত্যুকে রাষ্ট্রীয় বাহিনীর এথনিক ক্লিনজিংয়ের অংশ বলে অভিযোগ করেন।
সমাবেশ থেকে তারা এ মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং কারাবন্দি বম জাতিসত্তার নিরপরাধ নারী-শিশুদের মুক্তি দেয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৮ এপ্রিল রাষ্ট্রীয় বাহিনী কেএনএফ বিরোধী অভিযানের নামে রুমা উপজেলার বেথেল পাড়া থেকে একসাথে ৪৯ জনকে গ্রেফতার করে, যার মধ্যে কারাগারে মারা যাওয়া লালত্লেং কিম বম একজন। গত বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রাম কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। সঠিক চিকিৎসার অভাব ও নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।