লক্ষীছড়ির বর্মাছড়িতে বিহারের জায়গায় সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সাজেকে পোস্টারিং
সিএইচটি নিউজ0–অক্টোবর ২৫, ২০২৫
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্য কল্যাণ বনবিহার ও স্থানীয়দের জমি বেদখল করে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে ও ক্যাম্প স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে রাঙামাটির সাজেকে পোস্টারিং করা হয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সাজেক-বাঘাইছড়ি উপাসক উপাসিকা পরিষদ ও ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা এই পোস্টারিং করেছে বলে জানা গেছে।
পোস্টারগুলোতে “বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না, বর্মাছড়িতে সেনা ক্যাম্প বুদ্ধ ধর্মের ওপর আঘাত, সেনাবাহিনী বিহার ছেড়ে চলে যাও…” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
নীচে বিভিন্ন স্থানে সাঁটানো কিছু পোস্টারের চিত্র দেওয়া হলো:




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
