গুইমারার তিন শহীদের স্মরণে দীঘিনালা, মহালছড়ি, লক্ষীছড়ি ও পানছড়িতে প্রদীপ প্রজ্বলন

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির গুইমারায় গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বানে খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মহালছড়ি, লক্ষীছড়ি ও পানছড়িতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পাতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৫:৩০টার সময় সাইরেন বাজিয়ে একযোাগে এ কর্মসূচি পালন করা হয়।

দীঘিনালা:

দীঘিনালা উপজেলা বাবুছড়া প্রধান সড়কে নারিকেল বাগান, আমতলি, বড়াদম, পুকুর ঘাট, বাঘাইছড়ি দূঅর, নোয়াবাজার, ডিপি পাড়া এলাকার শ্রেণি-পেশার মানুষ গুইমারার তিন শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।


অপরদিকে বাবুছড়া নোয়াবাজার এবং বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় ব্রীজ এলাকায় ব্যবসায়ি, শিক্ষক, ধর্মীয় গুরু, ক্লাব ও ছাত্র সমাজ দীঘিনালা উপজেলা ও বাবু ছড়া এলাকাবাসী ব্যানারে প্রদীপ প্রজ্বলন করা হয়।

পৃথকভাবে আয়োজিত এ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।  

এতে ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সুগত প্রিয় চাকমা, আনন্দ মোহন চাকমা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।



মহালছড়ি:

গুইমারার তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে মহালছড়ি উপজেলার ১নং মহালছড়ি সদর ইউপি’র ৯ নং ওয়ার্ডের দূরছড়ি ও ৪ নং মাইসছড়ি ইউপি’র ৭ নং ওয়ার্ডে’র বদানালায় প্রদীপ প্রজ্বলন করা হয়। 

অপরদিকে, পার্শ্ববর্তী ১নং খাগড়াছিড় সদর ইউপির ২নং ওয়ার্ডের চম্পাঘাটেও প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।




লক্ষীছড়ি:

তিন শহীদের স্মরণে লক্ষীছড়ি উপজেলা সদর এলাকায় ও বর্মাছড়িতে প্রদীপ প্রজ্বলন করা হয়।

বর্মাছড়িতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির অনুষ্ঠানটি আয়োজন করেন বর্মাছড়ি-সত্তা এলাকাবাসী। এতে ফটিছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৫:৩০টায় সাইরেন বাজিয়ে প্রদীপ প্রজ্বলন শুরু করা হয়।





পানছড়ি:

গুইমারার তিন শহীদের স্মরণে পানছড়ি উপজেলায় পুজগাঙ, বড়কোণা ও কুড়াদিয়া ছড়ায় প্রদীপ প্রজ্বলন করা হয়।

পুজগাঙ এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যা রাখেন কমল সোনা চাকমা ও জিনিম চাকমা। আর বড়কোনা এলাকায় বক্তব্য রাখেন কলম জয় ত্রিপুরা ও শান্তি বিকাশ চাকমা।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More