ঘাগড়ার চাম্পাতলি ক্যাম্পের কাছাকাছি সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থান: নীরব প্রশাসন
সিএইচটি নিউজ0–নভেম্বর ০৬, ২০২৫

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
রাঙ্গামাটির কাউখালি উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নে সেনাবাহিনীর চাম্পাতলি ক্যাম্প থেকে অনতিদূরে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল অবস্থান করলেও সেনাবাহিনী কিংবা প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে।
গত ৩১ অক্টোবর সম রঞ্জন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে প্রথমে ৩০ জনের একটি দল ধোল্যাছড়ি ও রাজখালির মধ্যবর্তী একটি জায়গায় অবস্থান নেয়। পরে সেখান থেকে তারা মিদিঙ্যাছড়িতে যায়।
তবে আজ (বৃহস্পতিবার) সশস্ত্র দলটি চৌচলাবিল ও সাদেক্যাবিলে অবস্থান করছে বলে জানা গেছে। এই দু’টি গ্রাম চট্টগ্রাম জেলার অন্তর্গত, তবে চাম্পাতলি সেনা ক্যাম্প থেকে ৪ কিলোমিটার দূরে এবং গাড়িতে মাত্র ৫-৬ মিনিটে সেখানে যাওয়া যায়।
সন্তু সন্ত্রাসীরা গত এক সপ্তাহ ধরে সেখানে অবস্থান করলেও এবং তাদের অবস্থান সম্পর্কে এলাকায় সবাই জানলেও, সেনাবাহিনী ও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। এতে সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সম্পর্ক বিষয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায়, আজ সন্তু গ্রুপের আরও একটি দল গাড়িতে করে এসে সেখানে তাদের সাথে যোগ দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, মুরুব্বী ও সাধারণ জনগণ সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
