মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ইউপিডিএফ ঢাকা ইউনিটের পুষ্পার্ঘ্য অর্পন

ঢাকা : শহীদ বুদ্ধিজীবী দিবসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ঢাকা ইউনিটের পক্ষ থেকে ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে।

“৭১ এ সালে সংঘটিত কুকিছড়াসহ পার্বত্য চট্টগামে সকল হত্যাকান্ডের তদন্ত কর, পার্বত্য চট্টগ্রামে নিপীড়ক পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তাদের সাজা দাও” এই স্লোগানকে সামনে রেখে ইউপিডিএফ-এর সংগঠক প্রতীম চাকমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পন করেন হিলউইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক বরুণ চাকমা।

এছাড়া ইউপিডিএফ, ডিওয়াইএফ, পিসিপি ও এইচডব্লিউএফ-এর অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আজ ১৪ ডিসেম্বর র্যালী ও স্লোগানের মধ্য দিয়ে সকাল ৮.২৫ মিনিটে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের শহীদবেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এসময় পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও নিতে হবে; পঞ্চদশ সংশোধনী বাতিল কর করতে হবে এবং এক জাতির রাষ্ট্র নয় বহু জাতির রাষ্ট্র চাইসহ প্রভৃতি স্রোগান দিয়ে বিক্ষোভের মেজাজে অনুষ্ঠান শেষ করা হয়।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।