রাঙামাটির লংগদুতে সেটলার হামলার প্রতিবাদে চট্টগ্রামে পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ
চট্টগ্রাম : রাঙামাটির লংগদু উপজেলায় সেটলার কর্তৃক পাহাড়ি গ্রামের হামলা, ঘর বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা।
আজ শুক্রবার (২ জুন) বিকাল ৩.৪৫ টার সময় মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পিসিপি নগর শাখার সভাপতি পলাশ চাকমার সভাপতিত্ব ও যুব নেতা সুকৃতি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক রূপন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নগর শাখার প্রচার সম্পাদক মোঃ আরমান, বৃহত্তর পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার দপ্তর সম্পাদক মোঃ সাইয়েম, বাংলাদেশ ছাত্র ফ্রন্ট সহ-সভাপতি রায়হান উদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ জামান জনি, জাতীয় মুক্তি কাউন্সিলের নগর শাখার সদস্য সচিব সামিউল আলম, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যসিং মারমা। এছাড়া সমাবেশে সংহতি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সমাবেশে বক্তারা লংগদুতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা ও ৩ শতাধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে এবং রমেল চাকমাকে হত্যা ঘটনা ধামাচাপা দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য সেনাবাহিনীর উস্কানিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারী সেটলার ও হামলার উস্কানিদাতা সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পাহাড়িদের যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানের দাবি জানান।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।