কাউখালীর ফটিকছড়ি ইউনিয়নে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ

কাউখালী প্রতিনিধি ।। রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে ও মিছিল করেছে এলাকাবাসী।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) সকাল ১০টায় ‘ঐক্য ঐক্য ঐক্য চাই, ঐক্য ছাড়া বিকল্প নাই’ শ্লোগানে ডাবুয়া বৃন্দাবন বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৩নং ওয়ার্ড মেম্বার অংখ্যাংচিং মারমার সভাপতিত্বে ও এলাকার যুবক থুইমং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুইমং কারবারী, মহিলা মেম্বর মিনুচিং মারমা ও এলাকার মুরুবী আচিং মারমা প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন,জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোন বিকল্প নেই। শক্তি বিভক্ত হলে জাতির ধ্বংস ডেকে আনবে আর একতাবদ্ধ হলে বিজয় অর্জিত হবে।
বক্তারা আরো বলেন, শাসকশ্রেণী চায় পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের মধ্যে যাতে কোনভাবে ঐক্য গড়ে না উঠে। সেজন্য ষড়যন্ত্রের কোন শেষ নেই। জুম্মদের ঐক্য বিনষ্ট করার জন্য শাসকশ্রেণী এখন মরিয়া হয়ে উঠেছে। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলা করতে হবে।
তারা বলেন, ‘একতাই শক্তি, একতাই মুক্তি’ এই কথাগুলো মনে রেখে শাসকশ্রেণীর পাতানো ফাঁদে পা না দিয়ে ভ্রাতৃঘাতি সংঘাত বাধানোর ষড়যন্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, যাতে নতুন করে সংঘাত সৃষ্টি না হয়।
সমাবেশ থেকে বক্তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়েরে আন্দোলন জোরদার করার জন্য জুম্ম দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।