খাগড়াছড়ির কমলছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখলের চেষ্টা

খাগড়াছড়ি ।। খাগড়াছড়ি সদর উপজেলায় ২নং কমলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাতকুপ্যা হেডম্যান পাড়ায় সেটেলার বাঙালিরা গত কয়েকদিন ধরে পাহাড়িদের জায়গা দখলের প্রচেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ১১ অক্টোবর থেকে সেখানে বসতি স্থাপনের জন্য সেটেলার বাঙালিরা জায়গা পরিষ্কার করছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালেও সেটেলাররা জায়গা পরিষ্কার করতে এসেছে। স্থানীয় আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি মো.সাইফুলের নেতৃত্বে সেটেলাররা পাহাড়িদের জায়গা নিজের বলে দাবি করছে এবং সদরের বিভিন্ন জায়গা থেকে সেটেলার নিয়ে গিয়ে স্থানীয় পাহাড়িদের হুমকি দিচ্ছে, এবং ভয় দেখাচ্ছে।
স্থানীয়রা আরো জানান, গত মাসে স্থানীয় দাতকুপ্যা আর্মি ক্যাম্পে পাহাড়ি এবং সেটেলার বাঙালিদের নিয়ে আর্মিরা মিটিং করে। কিন্তু মিটিং এ বিরোধপূর্ণ জায়গার উপর মসজিদের জন্য পুকুর নির্মাণের রায় দেয়া হয়।