মাটিরাঙ্গায় সেটেলার কর্তৃক এক পাহাড়ির জায়গা জোরপূর্বক বেদখলের চেষ্টার অভিযোগ!

মাটিরাঙ্গা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ভূইয়াপাড়া এলাকায় মো. সিরাজুল ইসলাম মজলক(৪৮) নামের এক সেটলার কর্তৃক হ্লাথোয়াই মারমার (৫৫) তিন কানি পরিমাণ জায়গা জোরপূর্বক বেদখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
হ্লাথোয়াই মারমা অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, ‘অনেক বছর ধরে তিনি জায়গাটি ভোগদখল করে আসছেন এবং উক্ত জায়গায় তিনি আম ও লিচু বাগান সৃজন করেছেন। কিন্তু বর্তমানে আম ও লিচু বিক্রয়ের মৌসুমে পার্শ্ববর্তী এলাকার সেটলার মো. সিরাজুল ইসলাম উক্ত জায়গা ও বাগানটি তার বলে দাবি করছে’।
তিনি আরো জানান, সেটলার সিরাজুল ইসলাম তাকে জায়গাটি ছেড়ে দিতে ভয়-ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিচ্ছে। যার কারণে বর্তমানে তিনি স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।