স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর: শহীদদের স্মরণে রামগড়ে পিসিপি-যুব ফোরামের স্মরণ সভা

রামগড় প্রতিনিধি ।। রাষ্ট্রীয় ঘাতকচক্রের স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে আজ ১৮ আগস্ট ২০২১, বুধবার শহীদদের স্মরণে রামগড়ে স্মরণ সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখা।
“ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে খুনীদের, সমাজ-বিরোধীরা ধ্বংস হবেই, তোমাদের স্মৃতি অম্লান, শহীদ তপন-এল্টন-পলাশদের স্যালুট জানাই” এই স্লোগানে অনুষ্ঠিত স্মরণসভায় পিসিপ ‘র উপজেলা শাখার অসীম চাকমার সভাপতিত্বে ও মিঠুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ’র রামগড় ইউনিটের সংগঠক দবন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শুভ চাক ও রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক জার্মেন্ট ত্রিপুরা।
স্মরণ সভার আগে সকাল ৮ টার দিকে শহীদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন স্তব্ধ করে দিতে রাষ্ট্রীয় মদদে ২০১৮ সালের আজকের এই দিনে স্বনির্ভর হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। সেদিন সন্ত্রাসীরা প্রকাশ্যে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ড চালালেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছিল বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, স্বনির্ভর হত্যাকান্ডের আজ ৩ বছর পূর্ণ হয়েছে। কিন্তু প্রশাসন চিহ্নিত খুনিদের এখনো গ্রেফতার করেনি। বরং প্রশাসনের সাথে দহরম-মহরম সম্পর্ক রেখে খুনি-সন্ত্রাসীরা খুন, অপহরণ, চাঁদাবাজিসহ জনগণের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর প্রশাসন সন্ত্রাসীদের মদদ দিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
স্মরণ সভা থেকে বক্তারা অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট সকাল সাড়ে ৭টার সময় রাষ্ট্রীয় মদদপুষ্ট একদল সন্ত্রাসী স্বনির্ভর বাজারে সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীরা পিসিপি নেতা তপন, এল্টন, যুব ফোরাম নেতা পলাশ এবং উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন, রুপম ও পানছড়ির বাসিন্দা ধীরাজ চাকমাকে গুলি করে হত্যা করে। একই দিন পেরাছড়ায় বিক্ষোভরত জনতার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সন কুমার চাকমা নামে এক বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে মারা যান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।