পানছড়িতে পিসিপি’র ছাত্র সমাবেশ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পানছড়ি প্রতিনিধি ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়ির পানছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) পানছড়ি উপজেলার শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার সকালে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনিল চাকমা, মিঠুন চাকমা ও সুরমঙ্গল চাকমা। ছাত্র-ছাত্রীরাও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।


এরপর “শপথবাক্য” পাঠের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে উগ্রজাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠা চলবে না, ছাত্র সমাজ রুখে দাঁড়াও! কেবল ৫ ভাষা নয় সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভের অধিকারসহ পিসিপি’র ৫ দফা বাস্তবায়ন কর’ এই স্লোগানে এক ছাত্র সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে পিসিপি’র পানছড়ি উপজেলা শাখার সভাপতি ত্রিস্নাঙ্কর চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুরমঙ্গল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা।

বক্তারা বলেন, বাংলাদেশ এক জাতির দেশ নয়, বহু জাতির দেশ। আমাদের প্রত্যকের রয়েছে নিজস্ব ভাষা, রীতি-নীতি ও সংস্কৃতি। তা সত্ত্বেও শাসকগোষ্ঠী আমাদেরকে অস্বীকার করে। তারা আমাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি মুছে দেওয়ার জন্য প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে সংস্কৃতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজ তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে “শপথবাক্য” পাঠের নামে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর ছাত্র-ছাত্রীদের উপর চাপিয়ে দিচ্ছে উগ্র বাঙালী জাতীয়তাবাদী ধারা। বক্তারা এই শপথবাক্য পাঠের সার্কুলার বাতিলের দাবি জানান।
বক্তারা পাহাড়ি ছাত্র পরিষদের উত্থাপিত ৫ দফা দাবির ভিত্তিতে দেশের সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা, পাঠ্যপুস্তকে জাতিসত্তাসমূহের ইতিহাস-ঐতিহস্য-সংস্কৃতি অন্তর্ভুক্ত করা, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দক্ষ শিক্ষক নিয়োগদান ও শিক্ষা প্রতিষ্ঠানে সেনা হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন