খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকা ২১ মার্চের অবরোধের সমর্থনে পানছড়িতে প্রচার মিছিল

পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধের সমর্থনে পানছড়িতে পৃথক পৃথক স্থানে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ মার্চ ২০২২) বিকালে পুজগাং ও কুড়াদিয়াছড়া এলাকায় এই প্রচার মিছিলের আয়োজন করা হয়।
দীঘিনালা সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে হত্যা ও মহালছড়ির মাইসছড়িতে পাহাড়িদের ঘর-বাড়ি অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ’র খাগড়াছড়ি ইউনিট আগামী ২১ মার্চ ২০২২, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলার এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির ডাক দেয়।

পানছড়ির পূজগাং উচ্চ বিদ্যালয় গেইট থেকে আজ বিকাল ৩টার সময় ‘২১ তারিখের অবরোধ সফল হোক, সার্থক হোক’ শ্লোগানে প্রচার মিছিলটি শুরু হয়ে উপরে পূজগাং বাজারে এসে শেষ করা হয়। এতে ইউপিডিএফ-এর প্রতিনিধি আপন চাকমা নেতৃত্ব দেন।
অপরদিকে খাগড়াছড়ি টু পানছড়ি সড়কের কুড়াদিয়াছড়া সার্বজনীন দূর্গামন্দির গেইট প্রচার মিছিল শুরু হয়ে কুড়াদিয়াছড়া মগ বাজারে এসে অবরোধ সফল করার আহ্বান জানিয়ে মিছিলটি শেষ করা হয়। এতে নেতৃত্ব দেন ইউপিডিএফ’র পানছড়ি ইউনিটের সংগঠক সম্রাট চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন