রাঙামাটিতে সেনা-মুখোশ কর্তৃক দুই নারীসহ ৬ নিরীহ গ্রামবাসীকে তুলে নেয়ার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ।। রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুইছড়ি গ্রাম থেকে সেনাবাহিনী ও তাদের সৃষ্ট মুখোশ সন্ত্রাসীরা দুইজন নারীসহ ৬ নিরীহ গ্রামবাসীকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৮ এপ্রিল ২০২২) ভোররাত ৩টার সময় বন্দুকভাঙ্গা ইউনিয়নস্থ খারিক্ষ্যং সেনা ক্যাম্পে থেকে একদল সেনা সদস্য ও ৫/৬ জন মুখোশ সন্ত্রাসী গুইছড়ি গ্রামে এসে হানা দেয়। এ সময় সেনা-মুখোশরা গ্রামের বাসিন্দা প্রশান্ত তঞ্চঙ্গ্যার বাড়ি ঘেরাও করে এবং তাকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে।
পরে সকাল ৬টার দিকে ফিরে যাওয়ার সময় সেনা-মুখোশরা ১. প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৪৫) পিতা- চিরঞ্জীব তঞ্চঙ্গ্যা, ২. কৃষ্ণ গোপাল চাকমা (৪৭) পিতা- শুক্ররাজ চাকমা, ৩.শান্তিবিকাশ চাকমা (৪০) পিতা- শুক্ররাজ চাকমা ৪.চিত্তমোহন চাকমা (৪৫) পিতাঃ-কানায়্যা চাকমা ৫. ইশা চাকমা (৩৫), স্বামী- কৃষ্ণ গোপাল চাকমা ও ৬. কান্দরি চাকমা (৩৬), স্বামী- রুপকুমার চাকমা-কে ক্যাম্পে নিয়ে যায়।
তাদেরকে এখনো খারিক্ষ্যং ক্যাম্পে আটকে রাখা হয়েছে এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন