মাইকেল চাকমা’র সন্ধান দেয়ার দাবিতে লংগুদুতে বিক্ষোভ সমাবেশ

লংগুদু প্রতিনিধি ।। গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান দেয়ার দাবিতে আজ ৯ এপ্রিল ২০২২, শনিবার রাঙামাটির লংগুদুতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ’র লংগুদু ইউনিট।
বিক্ষোভ সমাবেশের অন্যান্য দাবির মধ্যে আরো রয়েছে, ‘সেনা শাসন তুলে নেয়া, পাহাড় ও সমতলে বিনা বিচারে হত্যা গুম বন্ধ করা, ছাত্র নেতা রমেল ও ইউপিডিএফ নেতা সৌরভ হত্যায় জড়িত সেনাদের গ্রেফতার ও বিচার করা’।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র লংগুদু উপজেলা সংগঠক নিবিড় চাকমা ও বরকল উপজেলা সংগঠক পিপুল চাকমা। সমাবেশে বিভিন্ন পড়ার মুরুব্বি, কার্বারী, জনপ্রতিনিধি ও মাইকেল চাকমার আত্মীয়-পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্র ইউপিডিএফকে ভয় পায় বলেই আজকে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন, ১১ নির্দেশনা জারি করে মাইকেল চাকমার মতো একজন বলিষ্ট নেতাকে গুম করে করে রেখেছে, প্রতিবন্ধী ছাত্রনেতা রমেল চাকমাকে শারিরীরক নির্যাতন চালিয়ে হত্যা করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলেছে। সম্প্রতি ইউপিডিএফ’র অন্যতম সংগঠক নবায়ন চাকমা সৌরভকে সেনাবাহিনী শারিরীক নির্যাতন করে হত্য করেছে।
তারা বলেন, এই ফ্যাসিষ্ট সরকারের কারণে পাহাড় কিংবা সমতলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হারাতে বসেছে তাদের স্ব স্ব জাতিগত অধিকার। অযৌক্তভাবে পাহাড়ে সেনা শাসন জারি রেখে সমতল থেকে বাঙালী সেটলার অনুপ্রবেশ ঘটিয়ে তাদেরকে মানবডাল হিসেবে ব্যবহার করে, পাহাড়িদের জমি বেদখল করে নিচ্ছে।
বক্তারা বলেন, ইউপিডিএফ একটি শক্তিশালী রাজনৈতিক দল। তাই রাজনৈতিকভাবে ইউপিডিএফকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বলেই সরকার সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে এবং ইউপিডিএফ’র বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। সেনারা উচ্ছৃঙ্খল বখাটে লোকদের দিয়ে বিভিন্ন ঠ্যাঙারে বাহিনী তৈরি করে ইউপিডিএফ’র নেতা-কর্মীসহ জনগণের উপর নিপীড়ন-নির্যাতন ও খুন-গুমসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
বক্তারা বলেন, সরকার যতই দমন-পীড়ন ও ষড়যন্ত্র করুক না কেন, জনগণের মৌলিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ইউপিডিএফ একচুলও পিছপা হবে না। পাহাড় কিংবা সমতলের নিপিড়িত মানুষের ন্যায্য দাবি দাবিতে ইউপিডিএফ’র নেতা-কর্মীরা লড়াইয়ের মাঠে থাকবে।
বক্তারা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান ও তাকে সুস্থ শরীরে পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার নারায়গঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকা অফিসে ফেরার পথে গুমের শিকার হন মাইকেল চাকমা। তিন বছরেও তার কোন খোঁজ পা্ওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন