রুমায় সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ জুম্মকে আটকের অভিযোগ

বান্দরবান, সিএইচটি নিউজ ।। বান্দরবানের রুমা উপজেলার রুমা সেনা জোনের একটি সেনা টহল দল কর্তৃক রুমা বাজার এলাকা থেকে দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৩০ মে ২০২২) সকাল ৬টার দিকে এ আটকের ঘটনা ঘটে।
আটকের শিকার ব্যক্তিরা হলেন- বিপন্ন তঞ্চঙ্গ্যা (২২), পিতা-রনি কুমার তঞ্চঙ্গ্যা ও রোন্যা তঞ্চঙ্গ্যা (২৩), পিতা-চান্দো তঞ্চঙ্গ্যা। উভয়ের বাড়ি রুমার সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত বড়থলি ইউনিয়নের গঙ্গাছড়া (টাইগার পাড়া) গ্রামে।
জানা গেছে, উক্ত গ্রামবাসীরা পরিবারের বাজার করার জন্য গতকাল রবিবার (২৯ মে) রুমা বাজারে গিয়েছিলেন। আজ সোমবার আনুমানিক সকাল ৬ টার দিকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে রুমা সেনা জোনের সেনা টহল দলটি পথিমধ্যে উক্ত দুই গ্রামবাসীকে পেযে তাদেরকে আটক করে রুমা সেনা জোনে নিয়ে যায়।
তাদেরকে আটকের কারণ জানা যায়নি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আটককৃতদের বান্দরবান সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন