লামায় ম্রো পাড়ায় হামলা-অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের
ঢাকা প্রতিনিধি, সিএই্চটি নিউজ
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন কার্বারি (ম্রো) পাড়ায় গত ১ জানুয়ারি দিবাগত রাতে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লেলিয়ে দেওয়া দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
আজ ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন,পার্বত্য চট্টগ্রামে জমির ওপর জাতিসত্তা জনগণের বংশপরম্পরায় অধিকারের আইনগত স্বীকৃতি না থাকায় এই ধরনের ভূমিদস্যুতার ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের নির্বিকার ভূমিকায় এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন