সাজেকের মাচালংয়ে পিসিপির আলোচনা সভা
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

“লড়াইয়ের চেতনা সমুন্নত রাখুন, দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হোন” এই শ্লোগানে পার্বত্য চট্টগ্রামে অন্যায় ১৪৪ ধারা লঙ্ঘনের ২৯ বছর উপলক্ষে সাজেকের মাচলঙে আলোচনা সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার অনুষ্ঠিত আলোচনা সভায় পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নিউটন চাকমার সভাপতিত্বে ও সুমন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের সাজেক ইউনটের সমন্বয়ক অডিট চাকমা, সংগঠক প্রান্তি চাকমা ও লংকা চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক কিরণ চাকমা।
সভা শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা ১৯৯৪ সালে আজকের এই দিনে সরকারের অন্যায় ১৪৪ ধারার বিরুদ্ধে পিসিপি’র নেতৃত্বে ছাত্র সমাজ যেভাবে প্রতিবাদ-প্রতিরোধে গড়ে তুলেছিলো, সেই লড়াইয়ের চেতনা সমুন্নত রেখে আগামীতেও সকল অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন